আশুলিয়া বাইপাইল থেকে ৩০টি গরু বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় লুট হওয়া ট্রাকটি ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ট্রাকের ভেতর পাওয়া যায় ৫টি মরা গরু। বাকি গরু উদ্ধারে এবং ডাকাতচক্রকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উদ্ধার হওয়া ট্রাকটি মৃত গরুগুলোসহ আশুলিয়া থানায় আনা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ট্রাকটি ডাকাতির শিকার হয়।
থানা পুলিশ ও গরুব্যাপারীদের তথ্য অনুযায়ী, দিনাজপুর–জয়পুরহাট থেকে ৩০টি গরু নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছিল ট্রাকটি।ভোররাতে বাইপাইল এলাকায় পৌঁছালে তিনটি মাইক্রোবাসে আসা ডাকাতরা ট্রাকের পথরোধ করে। পরে ট্রাকে থাকা বেপারী, চালক ও সহকারীকে মারধর করে সড়কের পাশে ফেলে রেখে গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ বাইপাস সড়কের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ভেতর ৫টি গরু মৃত অবস্থায় পাওয়া যায়।
বেপারী আব্দুর রহিম বলেন, পাঁচজন বেপারী মিলে ৩০টি গরু কিনে জয়পুরহাট থেকে কুমিল্লার হোমনার উদ্দেশে রওনা দেন। রাতের অন্ধকারে ডিইপিজেড এলাকার আল-আমীন মাদ্রাসার কাছে পৌঁছালে ডাকাতরা তাদের মারধর করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গরুসহ ট্রাকটি নিয়ে যায়। লুট হওয়া গরুর মধ্যে মোশারফের ১০টি,
আব্দুর রহিমের ৭টি, রহিমের ৭টি, রহমানের ৬টি গরু এবং ১ লাখ ৩০ হাজার টাকা ছিল।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, বাকি গরু উদ্ধারের চেষ্টা ও ডাকাতচক্র গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















