সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী জামিরতা ডিগ্রি কলেজের চারটি পুরাতন ভবন কম মূল্যে ও অনিয়মের মাধ্যমে নিলামে বিক্রি করার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সরকারি নীতিমালা মানা হয়নি বলেও অভিযোগ জানান এলাকাবাসী।
জানা যায়, গত ১৮ নভেম্বর কলেজটির চারটি ভবন নিলামের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে—সরকারি বিধি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নিলামে এক লাখ টাকার বেশি মূল্য হলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রাথমিক মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ, কলেজ চত্বরে নোটিশ টানানো এবং পুরো উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংয়ের বাধ্যবাধকতা থাকলেও এগুলোর কোনোটি যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
এছাড়া দুইটি ভবন পরিত্যক্ত হলেও বাকি দুইটিতে এখনো ক্লাস চালু রয়েছে—এমন অবস্থায় সব ভবনকে ‘পরিত্যক্ত’ দেখিয়ে নিলাম আয়োজনের অভিযোগও উঠেছে। নিলামের দিন কলেজে গিয়ে দেখা যায়, নোটিশ বোর্ডে নিলামের বিজ্ঞপ্তি টানানো হয়নি; সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এক কর্মচারী দ্রুত বিজ্ঞপ্তি টাঙিয়ে দেন।
কলেজ অধ্যক্ষ মোঃ হায়দার আলীর কক্ষে গিয়ে দেখা যায়, উপজেলা ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতা নিলাম প্রক্রিয়ায় সক্রিয়ভাবে উপস্থিত রয়েছেন। নিলামে অংশ নেন মাত্র তিনজন—পোরজনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লালচাঁদ ব্যাপারী এবং যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন। অভিযোগ রয়েছে, পেশাদার কোনো ক্রেতাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
পরে মাত্র ১ লাখ ৪২ হাজার টাকায় যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুনকে কাজটি কার্যাদেশ হিসেবে প্রদান করা হয়।
এই বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল মুঠোফোনে বলেন,“সকল নিয়ম মেনেই উন্মুক্তভাবে নিলাম অনুষ্ঠিত হয়েছে।”
তবে কলেজ অধ্যক্ষ মোঃ হায়দার আলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি দাবি করেন,“যথাযথ নিয়ম মেনেই নিলাম করা হয়েছে। ভবন নিলামের পরিপত্র কেবল সরকারি কলেজের ক্ষেত্রে প্রযোজ্য।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদন নেওয়া হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।”
অন্যদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, “এই নিলাম সম্পর্কে আমার কোনো তথ্য জানা নেই। নীতিমালা লঙ্ঘনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


















