সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সংলগ্ন মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৫৫) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রায়গঞ্জের ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এবং ঢাকামুখী দিক থেকে বগুড়াগামী রুটে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ৮ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। এতে হাজারো যাত্রী ও যানবাহন আটকা পড়ে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে ভাঙচুর চালায় এবং মহাসড়ক অবরোধ করে রাখে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যানজট নিরসনে স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে।


















