মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণিল নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাকসুর জি.এস মাজহারুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওনাজুল হক এবং টাঙ্গাইল শহর শাখার সাবেক সভাপতি আহসান হাবিব মাসুদ।
জাকসুর জি.এস মাজহারুল ইসলাম বলেন, “ছাত্রশিবিরের নিয়মিত কার্যক্রম ও প্রশিক্ষণের একটি অংশ হলো নবীনবরণ। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনের চাহিদা পূরণে এ আয়োজনগুলো করা হয়।”
ছাত্রশিবির ক্যাম্পাসে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম চালুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন বলেন, “আমরা ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই এসব কার্যক্রম চালিয়ে আসছি। গত ৩৫ বছর ধরে দেশের অনেক ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচন হয়নি। তাই এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।”


















