রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
আজ সোমবার (১৭ নভেম্বর) উত্তরার ১৪ নম্বর সেক্টরের আহলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ১০০–১৫০ জন বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে হাবিব হাসানকে ‘ফ্যাসিস্ট’ বলেও স্লোগান দেয় এবং বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সাবেক এমপি হাবিব হাসানের ছোট ভাই নাদিম হাসানের বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি মনিরুল ইসলাম আরও বলেন, “বিক্ষোভকারীরা ভেবে নেয় এটি সাবেক এমপি হাবিব হাসানের নিজ বাড়ি। উত্তেজিত অবস্থায় তারা হামলা চালিয়ে গাড়িতে আগুন দেয়।”


















