সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবস্থিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় এনায়েতপুর হাটের কাটপট্টিতে এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে ও সহ-সভাপতি সাংবাদিক মুক্তার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনায়েতপুর হাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল খালেক শেখ, হাটের ইজারাদার আনিসুর রহমান।
এসময় কাঠ ব্যবসায়ীদের কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। কাঠ ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ হাবিল সরকার, সিনিয়র সহসভাপতি মোঃ মুক্তার হাসান, সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলী, কোষাধ্যক্ষ মোঃ নূর হোসেন শেখ, সহকারী কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান রসনাই, নির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, নির্বাহী সদস্য মোঃ সাইদুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ মমিনুল ইসলাম (মমিন), নির্বাহী সদস্য মোঃ রেজাউল শেখ, নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম।


















