টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজে ছাত্র সংসদ বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে কলেজ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি প্রদানের পর শিক্ষার্থী প্রতিনিধিরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)-এর সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা ছাত্র সংসদ পুনর্গঠনের প্রয়োজনীয়তা ও শিক্ষার্থীদের দাবি তুলে ধরেন। পরে শিক্ষার্থীরা সরকারি সা’দত কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনায় মিলিত হন।
আলোচনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ জানান, আগামী ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে এই বিষয়ে শিক্ষক কাউন্সিলের সভা ডাকা হবে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জায়গা। শিক্ষার্থীরা চাইলে আমরা অবশ্যই তাদের পাশে থাকব।” শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন, দ্রুত সময়ের মধ্যেই সরকারি সা’দত কলেজে ছাত্র সংসদ বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।


















