সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর প্রস্তাবনায় জেলা ও উপজেলা প্রশাসনের সম্মিলিত উদ্যোগে সরকারের লিজকৃত এলাকার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নদীপাড় কাটাচক্র ও বালুখেকো চক্রের দৌরাত্ম্য থেমে গেছে, ফলে বালু মহাল এলাকা এখন সুরক্ষিত।
শুক্রবার (২৪ অক্টোবর) যাদুকাটা নদীতে বিজিবি সদস্যদের টহল জোরদারের দৃশ্য স্থানীয় নদীতীরবর্তী গ্রামবাসীর নজর কাড়ে। তারা জানান, টহল কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই স্বস্তিতে নিশ্বাস ফেলছেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনাময় পর্যটন স্পট হিসেবে খ্যাত যাদুকাটা নদী, বারিকেরটিলা ও শিমুলবাগান এলাকায় এখন আর ড্রেজার মেশিনের তাণ্ডব নেই। এর আগে স্থানীয় একটি প্রভাবশালী চক্র খাস জমি দখল করে বালুখেকোদের কাছে বিক্রি করায় নদীপাড়ে ভয়াবহ ভাঙন দেখা দেয়।
তবে গত এক সপ্তাহ ধরে বিজিবি, সিভিল প্রশাসন ও পুলিশের যৌথ টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযান পরিচালনা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নদী ও এর আশপাশের সৌন্দর্যও ফিরে আসছে ধীরে ধীরে।
এলাকাবাসী জানান, বর্তমান স্থিতিশীল অবস্থা ধরে রাখতে এবং বৈধ ইজারাভুক্ত এলাকায় সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের অব্যাহত নজরদারি প্রয়োজন। তারা সরকার ও প্রশাসনের কাছে এই অবস্থার স্থায়িত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, “ভবিষ্যতে কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে, তাহলে সিভিল প্রশাসন ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন,“চব্বিশ ঘণ্টা বালু মহালে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে হলে সীমান্ত সুরক্ষা, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের মতো মূল দায়িত্ব ব্যাহত হতে পারে।”
লে. কর্নেল জাকারিয়া কাদির আশাবাদ ব্যক্ত করে বলেন, “বর্তমান অবস্থা অব্যাহত থাকলে শুধু নদী ও গ্রাম ভাঙন রোধই নয়, বরং যাদুকাটা, বারিকেরটিলা, শিমুলবাগানসহ পুরো অঞ্চলের পর্যটন সম্ভাবনাও আরও সমৃদ্ধ হবে।”
উল্লেখ্য, যাদুকাটা নদীর তীরে রয়েছে হযরত শাহ আরেফিন (রহ.)-এর মাজার, হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর বাড়িসহ বহু গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা, যা এলাকার ধর্মীয় সম্প্রীতি ও পর্যটন ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত।


















