সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ প্রতিবন্ধী সন্তান মো. আলমগীর হোসেনকে ফিরে পেতে মা আমিনা বেগম সবার সহযোগিতা চেয়ে আকুল আবেদন জানিয়েছেন।
মা আমিনা বেগম জানান, তাঁর ছেলে মো. আলমগীর হোসেন (২৫) মানসিক প্রতিবন্ধী।
গত ১৯ অক্টোবর (রোববার) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এরপর আশপাশের গ্রাম, পাড়া-মহল্লা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিরুপায় হয়ে আমিনা বেগম বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৯৯৩, তারিখ: ১৯ অক্টোবর ২০২৫) করেন।
কান্নাজড়িত কণ্ঠে মা আমিনা বেগম বলেন, “আমার ছেলেটা মানসিক প্রতিবন্ধী। দুই দিন হয়ে গেল, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। আপনারা যদি আমার সন্তানকে কোথাও দেখতে পান, দয়া করে আমাকে জানাবেন। আমার বুকের ধনকে ফিরে পেতে চাই।”
তিনি দেশবাসীর প্রতি অনুরোধ করে বলেন,
“যদি কেউ আমার ছেলেকে দেখতে পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে ০১৯৪৫-৯৪৬৭৬৯ এই নম্বরে যোগাযোগ করবেন।”


















