সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা।
গত শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেলকুচি পৌরসভার ১নং ওয়ার্ডের বেড়াখারুয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. আলামিন ইসলাম (২৫) তার প্রতিবন্ধী খালা আকলিমা খাতুনকে (৬০) বস্তায় ভরে নদীতে ফেলে হত্যা করার চেষ্টা করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত আলামিন বৃদ্ধাকে ছেড়ে পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী ও আকলিমা খাতুনের ছেলে হযরত আলী (১৮) বিষয়টি বেলকুচি থানা পুলিশকে জানালে, খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম দ্রুত পুলিশ ফোর্স পাঠান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম আকলিমা খাতুনকে উদ্ধার করে এবং আলামিন ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আসামি বেলকুচি থানার হেফাজতে রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আলামিনের মায়ের বিয়ের পর থেকেই তার নানা মৃত ইমান আলীর বাড়ি বেড়া খারুয়া গ্রামে দুই বোন বসবাস করতেন। প্রতিবন্ধী আকলিমা খাতুনকে আলামিন প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিত। পারিবারিক মনোমালিন্যের জেরেই সে এই হত্যাচেষ্টা চালায় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















