সুনামগঞ্জের দিরাই রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামে নারীদের বাদুরের মাংস খাওয়ার দাবি করে বেসরকারি টেলিভিশন ‘সময় টিভি’ কতৃক প্রকাশিত সংবাদে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় খাগাউড়া কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয়বারের মত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সভাপতিত্ব করেন গীতিকার ও সুরকার মুকুল আচার্য এবং সঞ্চালনা করেন সত্য তালুকদার।
এতে বক্তব্য রাখেন রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার, রফিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমরেন্দ্র বিশ্বাস, পঞ্চায়েতের বিচারক নিখিল তালুকদার, দ্বিজেন্দ্র মজুমদার, ভুপেন্দ্র তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হৃদি রঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা দেবেন্দ্র তালুকদার, শিক্ষক পরিমল তালুকদার, প্রণয় তালুকদার, দুলালী তালুকদারসহ আশপাশের তিন গ্রামের প্রায় ৫০০ মানুষ।
বক্তারা বলেন, “রফিনগর ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, যেখানে ৪৭ জন মুক্তিযোদ্ধা এবং বহু সুনামধন্য শিক্ষক রয়েছেন। এই এলাকায় নারী বা গ্রামবাসী বাদুরের মাংস খান—এমন দাবি মিথ্যা ও ভিত্তিহীন।” তারা উল্লেখ করেন, গ্রামের শিব মন্দিরের চারপাশে কলা বাদুরের ঝাঁক দেখা যায়, কিন্তু এ থেকে গ্রামের মানুষ বাদুর খায়—এমন বোঝা যায় না।
মানববন্ধনে আরও বলা হয়, “সময় টিভি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রামের মানুষকে ছোট করার জন্য এই সংবাদ প্রকাশ করেছে। তাই আমরা জেলার অন্যান্য সাংবাদিকদের সঠিক সংবাদ প্রচারের আহ্বান জানাচ্ছি।”
গ্রামবাসীর দাবী, সময় টিভি দ্রুত ওই সংবাদ ডিলিট করে সংশোধিত সংবাদ প্রকাশ করবে। নাহলে, সময় টিভির জেলা প্রতিনিধির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।


















