লক্ষ্মীপুরে ২২ দিনের অভিযানে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) সকালে নৌ পুলিশ ও কোস্টগার্ডদের সাথে নিয়ে মেঘনায় অভিযানে নামেন তিনি। এসময় লক্ষ্মীপুর মেঘনার শেষ সীমানা এলাকায় কয়েকজন জেলেকে নৌকা নিয়ে মাছ ধরতে দেখা যায় পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা পুলিশের স্পিড বোর্ডে ধাওয়া করে।
এসময় মৎস্য অধিদপ্তরের অন্য নৌকা আসলে তারা পিছু হটে। ২ লক্ষ মিটার কারেন্ট জাল আটক করা হয়। যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। এছাড়াও ৮০ কেজি ইলিশ মাছ আটক করা হয়।
আটককৃত মাছগুলো স্থানীয় তিনটি মাদ্রাসার মধ্যে ভাগ করে দেয়া হয়। এবং জনসম্মুখে আটককৃত ২ লক্ষ মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়ে ফেলা হয়। মৎস্য অধিদপ্তর সূত্রে জানাযায়,জেলাতে নিবন্ধিত জেলে রয়েছে ৫৫ হাজার কার্ডধারি জেলে সংখ্যা ৪৪১৬৭ এ পর্যন্ত। গত ৪ অক্টোবর থেকে এ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় ১৩২ টি এবং মোবাইল কোট পরিচালনা করা হয় ৩২ টি। মাছ আটক করা হয় ৮৪৫ কেজি এবং জাল আটক করা হয় ৭ লক্ষ মিটার যার অনুমানিক মূল্য ১১৩ লক্ষ টাকা। পর্যন্ত ১৩ টি মামলা করা হয় এবং ৬ জন জেলেকে জেলে পাঠানো হয়,এছাড়াও জরিমানা করা হয় ৯০ হাজার টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের পাশাপাশি সহকারী কমিশনার ভুমি অভি দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জন জেলেকে ২ হাজার টাকা জরিমানা করে, মোবাইল কোট পরিচালনায় আরো উপস্থিত ছিল লক্ষ্মীপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মাহমুদুল ইসলাম চৌধুরী ও নৌপুলিশ এ অভিযানে সহযোগিতা প্রদান করেন। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।


















