টাঙ্গাইলের ধনবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে মাসিক আইনশৃঙ্খলা সভা। মাদক নির্মূল, ইভটিজিং বন্ধ, যানজট নিরসন ও পল্লী বিদ্যুৎ সংক্রান্ত গ্রাহক অভিযোগের সমাধানসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয় সভায়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহীন মাহমুদ।
সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, থানার সেকেন্ড অফিসার মনোয়ার হোসেন, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। সভায় ধনবাড়ী উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
ইউএনও মোঃ শাহীন মাহমুদ বলেন,“মাদকের সুনির্দিষ্ট তথ্য দিয়ে ধনবাড়ীতে মাদক নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। সিএনজি ও অটোরিকশা থেকে কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে খবর দিতে হবে। বাসস্ট্যান্ডে যানজট নিরসনে অটো ও
সিএনজির চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।”
তিনি আরও বলেন,“পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিল সংক্রান্ত অভিযোগের সমাধানে আগামী সপ্তাহে আমি নিজে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ শুনব। এছাড়া ইভটিজিং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।”
সভায় বক্তারা ধনবাড়ী উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন এবং সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


















