সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে ‘গ্রাম উন্নয়ন সংস্থা’র কক্ষে এগ্রো কেয়ার সেড প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পের আওতায় জমিসহ ক্যাটেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্ট মেশিন সেড, ডেইরি কেয়ার সেড ও অফিস সেড স্থাপন করা হয়েছে।
এ সময় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে ৪৮টি গরু হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এবং আয়োজন করে বেলকুচি উপজেলা প্রশাসন। প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, এনএসআই কর্মকর্তা এ কে এম মনজুর মওলা ও ওসি মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে আত্মসমর্পণকারী চরমপন্থীরা সমাজে ফিরে এসে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।