সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর মন্ডলপাড়ায় নতুন একটি নলকূপ স্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাস্তার মোড়ে এই নলকূপ স্থাপন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা সভাপতি ডা. আইয়ুব আলী জানান, নলকূপটি স্থাপনের উদ্দেশ্য হলো এনায়েতপুর মন্ডলপাড়ার দোকানদার ও সাধারণ পথচারীরা সুপেয় ও নিরাপদ পানি পান করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন সদিয়া চাঁদপুর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শওকত আলী, সেক্রেটারি সোলাইমান হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদিয়া চাঁদপুর ইউনিয়ন শাখার আমীর ডা. আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আবু হোসেন বণিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি আব্দুল হামিদ, ছাত্র নেতা আল আমিন প্রমুখ।
নলকূপ স্থাপনের মাধ্যমে এলাকার মানুষ এবং পথচারীদের পানির সুবিধা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।