গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বালুপাড়ায় করতোয়া নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পে বাধা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
এতে অতিষ্ট হয়ে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শাহ মো. আপেল মিয়া। এ ঘটনায় তিনি পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নদীর ধারাবাহিক ভাঙনে প্রতিবছর ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন সুলতানপুর বালুপাড়ার বহু পরিবার। ভাঙন রোধে করতোয়া নদীর টার্নিং পয়েন্টের বাম পাশে ৯০ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। চলতি বছরের ২ আগস্ট থেকে ঠিকাদার প্রতিষ্ঠান ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং কাজ শুরু করে।
তবে প্রকল্প শুরু হওয়ার পর থেকেই স্থানীয় ওবায়দুল মিয়ার ছেলে রিপন মিয়া (৪২) ও তার সহযোগীরা কাজের বাঁধা সৃষ্টি করেন বলে অভিযোগ করেছেন ঠিকাদার আপেল মিয়া। তিনি জানান, রিপন মিয়ার বাড়ির সামনে কাজ হওয়ায় তিনি শুরু থেকেই কাজ বন্ধের হুমকি ও চাঁদা দাবি করে আসছেন। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন ঠিকাদার। শেষ পর্যন্ত ২৭ সেপ্টেম্বর বাধ্য হয়ে কাজ বন্ধ করতে হয়।
এদিকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম হতাশা ও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দীর্ঘদিনের নদীভাঙনের দুঃখ ঘোচাতে প্রকল্পটি ছিল তাদের একমাত্র আশার আলো। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পুনরায় কাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা। অভিযুক্ত রিপন মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”