সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হয়ে ১২ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি স্কুলছাত্রী সোনালী খাতুনের (১৬)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার। তবে পুলিশ জানিয়েছে, নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
গত ১ অক্টোবর (বুধবার) সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন সোনালী খাতুন। এরপর থেকে সে আর ফিরে আসেনি। স্বজনরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ২ অক্টোবর সোনালীর মা মোছা. আঞ্জু মনোয়ারা বেগম বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ সোনালী বেলকুচি উপজেলার বওড়া নতুনপাড়া এলাকার আবু তাহিরুলের মেয়ে এবং কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, থানায় জিডি করার পরও ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো তাদের মেয়েকে উদ্ধার করতে পারেনি। এতে উদ্বেগ ও শঙ্কায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
এ সময়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “সোনালী খাতুন নামে এক স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।”
তবে সোনালীর পরিবার দ্রুত তাদের মেয়ের সন্ধান চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।