টাঙ্গাইলের ধনবাড়ীতে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, ধনবাড়ী থানার সেকেন্ড অফিসার মনোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বছর ধনবাড়ীতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৫৩ হাজার ৭৪৫ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার জানান, ১০ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এ টিকাদান কার্যক্রম চলবে।
টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা ও টিকাদান অংশগ্রহণ নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ নানা প্রচারণা কার্যক্রম চালাচ্ছে।