সিরাজগঞ্জের এনায়েতপুর থানা প্রেসক্লাব সংলগ্ন এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহমূলক ক্যাম্পেইনের আয়োজন করে ‘আপন আলো মানবকল্যাণ ফাউন্ডেশন’।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের স্নাতক মো. আমিরুল ইসলাম (বিএসসি), থানা যুবদলের সংগ্রামী নেতা মো. ফরিদ হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব ফয়সাল মল্লিক, ব্যবসায়ী মো. মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ মো. ইয়াকুব মণ্ডল, মো. সবুজ মণ্ডল, মো. কাদের সৌরভ, আরিফুল ইসলাম, সোহেল রানা, হেলাল ও নাজমুল প্রমুখ উদ্যমী তরুণ প্রজন্মের সদস্যরা।
দিনব্যাপী এ আয়োজনে সাধারণ জনগণ ও স্কুল–কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। স্থানীয় জনগণের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে এই উদ্যোগ।
‘আপন আলো মানবকল্যাণ ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে দেশব্যাপী রক্তের যোগান ও স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলেছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানান সংগঠনের দায়িত্বশীলরা। পরিশেষে, সমাজের যে কোনো দুর্যোগ ও সংকটকালে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে এদিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।