সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আজ ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীর ভূতের মোড়, কাঠালিয়া, খাষকাউলিয়া ও খাষপুকুরিয়া এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
অভিযানে দুটি পৃথক মামলায় এক মামলায় ১ জনকে ১৫ হাজার টাকা এবং অপর মামলায় ৫ জনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ২টি চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়। উদ্ধারকৃত প্রায় আড়াই কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।


















