ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে থাকা একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয় এবং এক যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামে। আহত পুলিশ সদস্যরা হলেন— এএসআই সাইদুল, এএসআই মোফাজ্জল, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে আসামির স্বজনেরা পুলিশকে ঘেরাও করে হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের কাছে থাকা শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং রাতভর অভিযান চালায়।
অভিযানে রিপন নামের এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া ওয়াকিটকি ও শটগান উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ওসি আরও জানান, আটক রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে নয়টি মামলা রয়েছে। পলাতক আসামি আরিফ ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।