কুমিল্লার হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে উজানচর-ভবানীপুর নৌকাঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষা করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন নারী ও একজন যুবক রয়েছেন। দুই নারীর বাড়ি হোমনার নালা দক্ষিণ গ্রামে এবং যুবকের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে বলে জানা গেছে।