নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে সালিশি বৈঠকের জন্য আটক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশে একটি দোকানের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মো. জাফর (১৮)। তিনি প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জাফর চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন। দুই-তিন দিন কাজ করার পর তিনি কাউকে না জানিয়ে চলে যান।
এ সময় বাড়ির আলমিরার চাবি, মোবাইল চার্জার ও কিছু আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় আলী বাজার এলাকা থেকে সোহেল মাহমুদ জাফরকে ধরে মোটরসাইকেলে প্রকল্প বাজারে নিয়ে আসেন। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জাফরের বাবাকেও ডাকা হয়। পরে বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়ে জাফরকে আটক রেখে হুমকি ও নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
নিহত জাফরের বাবা মো. জাকের অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে চুরির অভিযোগে ধরে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদি অপরাধ করেও থাকে, আমার হাতে দিতে পারতো। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”
তবে বিএনপি নেতা সোহেল মাহমুদ অভিযোগ অস্বীকার করে জানান, “ছেলেটি আমার বাড়িতে কাজ করতো। কিছু জিনিস চুরি করে পালিয়ে যায়। পরে তাকে দেখে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাবাকেও ডাকা হয়েছিল। এরপর কী হয়েছে জানি না। সকালে তার মৃত্যুর খবর পাই।”
এ বিষয়ে হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন, বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনও নিশ্চিত নয়। আমরা তদন্ত করছি।