শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দিয়েছেন তেজগাঁও কলেজের সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিথুন ঢালী।
শুক্রবার (৩ অক্টোবর) একটি বিদেশি নম্বর থেকে এই হুমকি দেন মিথুন ঢালী। এ ঘটনায় জাজিরা থানার ওসি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওসি ও জিডি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরা থানায় আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার উদ্দেশ্যে মিথুন ঢালী স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। পরদিন বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের মাধ্যমে এলাকায় মহড়া দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের অভিযানে তিনি কুন্ডেরচরের ফিরোজ খানের বাড়িতে আশ্রয় নেন।
নড়িয়া সার্কেল এসপির নেতৃত্বে পুলিশ অভিযানে গেলে আওয়ামী কর্মীরা হামলার চেষ্টা চালালেও পালিয়ে যায়। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় মিথুন ঢালী ২নং আসামি হিসেবে চার্জশিটভুক্ত হন। মামলায় আসামি থাকার পরও তিনি বিদেশি নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ও উসকানি দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন,“২৯ সেপ্টেম্বর বৃক্ষরোপণ আয়োজনের আড়ালে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হচ্ছিল। পুলিশের অভিযানে তারা হামলার চেষ্টা করে। মামলায় আসামি থাকায় মিথুন ঢালী ক্ষিপ্ত হয়ে প্রধান উপদেষ্টা ও আমাকে হত্যার হুমকি দিয়েছে। তবে আমরা বিচলিত নই, আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।”