কুড়িগ্রামের উলিপুরে সাবেক ইউপি সদস্য সাহেরা বেগমকে (৭০) গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার রামদাস ধনিরাম এলাকার নিজ বাড়ির রান্নাঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাহেরা বেগম স্থানীয় নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং সংরক্ষিত নারী আসনের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সোমবার সকালে ছোট ছেলের স্ত্রী রান্নাঘরে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ছেলে সাখাওয়াত হোসেন বাবু বলেন, সকালে ছোট ভাইয়ের স্ত্রীর চিৎকার শুনে বের হয়ে দেখি মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তিনি আরও জানান, সাহেরা বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার রহস্য উদঘাটন হবে।