সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুইজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন তকদীর হোসেন দুলাল (পিতা: মৃত রহমত আলী) ও তার স্ত্রী ইমরানা বেগম। বর্তমানে তকদীর হোসেন গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে শাল্লা গ্রামের নিজ বাড়ির আঙিনায় হামলার শিকার হন তকদীর হোসেন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষরা এলোপাতাড়ি আঘাত করলে তার হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে স্ত্রী ইমরানা বেগমকেও মারধর করে হামলাকারীরা।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর শাল্লা থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন তকদীর হোসেন দুলাল। মামলার আসামিরা হলেন—আবদুস সালাম মিয়া (২৭), পেশকার আলী (৫৫), হাজিলা বেগম (৫০) ও মনিশা বেগম (২১)।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”