নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর হাসপাতালের কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০টার দিকে বহিষ্কৃত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাইউয়ুমের সমর্থকরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় লাঠিসোটা দিয়ে মারধরের ফলে সাংবাদিক আইয়ুব খানের মাথা ফেটে যায়।
সঙ্গে থাকা অন্যান্য সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সদর হাসপাতালের আরএমও ফরিদা গুলশানারা কবির জানান, তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।