সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে উত্তরবঙ্গ বাঘাবাড়ী ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে শ্রমিকরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কে একটানা অবরোধ শুরু করে। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
অবরোধের কারণে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল রহমান গেদা অভিযোগ করে বলেন, শনিবার রাতে বাঘাবাড়ীতে ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে চাঁদা দাবি করেন পোতাজিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতারা।
তিনি আরও জানান, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দল থেকে বহিষ্কার না করা হলে আন্দোলন চলবে, অবরোধও তুলে নেওয়া হবে না।”