যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করছে দূর্বৃত্তরা।
শুক্রবার (২৯ শে আগস্ট) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ২ টা থেকে ৪ টার মধ্যে এই হত্যার ঘটনাটি ঘটেছে।
নিহত মিজান ছোটআঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে কসাই এর কাজ করতেন।
মিজানের স্ত্রী জানান, ভোর রাতে এজন্য ভ্যান চালক বাড়ির বাহির থেকে তাকে (মিজানকে) ডাকাডাকি করছিল। আমি বাহিরে বের হয়ে দেখে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন আমি পরিবারের অন্য সদস্যদের ডাকি।
ইউনুস আলী নামে এক প্রতিবেশী জানান, মিজানুর রহমান একজন গরু ব্যবসায়ী, সে গরু কেনাবেচা করেন এবং সাপ্তাহিক গরু জবাই এর কাজ করতেন। প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার ওর মহাজন ফোন দেয় রাত আনুমানিক দুইটার দিকে, ফোন দেয়ার পর তার সাথে কথা হয়, তার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি, পরে ওর মাহজন তাকে আনার জন্য একটি ভ্যান পাঠিয়ে ছিলেন মিজানকে নিয়ে আসার জন্য। ভ্যান চালক মিজানে বাড়ির গেটে এসে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে এক পর্যায় মিজানের বড় ভাই জুলু ডাক শুনে উঠে আসে। পরে ভিতর থেকে একটি কান্নার আওয়াজ আসে যে মিজানুর আর নেই, পরে ভ্যান চালক ও তার বড় ভাইসহ মিজানের বাড়ির ভিতরে ঢুকে দেখে মিজানকে জাবাই করে হত্যা করে মাটিতে ফেলে রেখেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে মরদেহে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, ঘটনা স্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।