টাঙ্গাইলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্ম: ইউনিয়ন বি-১৯২৫ সিবিএ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত কর্মচারী ইউনিয়নের আয়োজনে কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট ) বিকেলে টাঙ্গাইল বিআরডিবি মহিলা প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে এই কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়ন বি-১৯২৫ সিবিপি, টাঙ্গাইল জেলার সহ-সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.আর.ডি.বির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাহী সদস্য এ. কে. এম. মনিরুল হক মনির।
প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম. মনিরুল হক মনির বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সকল প্রকল্প ও কর্মচারী জনবলসহ বি.আর.ডি.বিকে অধিদপ্তরে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, পজীক, পদাবিক, সদাবিক, পিইপি সকল প্রকল্প / কর্মসূচিতে কর্মরত জনবলের ন্যায় সংগত সকল দাবী বাস্তবায়ন করা হবে। বিআরডিবিতে আয় হতে দায় শোধের মত কোন প্রকল্প গ্রহণ করা হবেনা।
এসময় জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম-সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: জাহিদ হোসেন, অর্থ সম্পাদক মো: আলতাফ হোসেন, নির্বাহী সদস্য মো. বরকত আলী, নির্বাহী সদস্য মো. নুরুল আলম সবুজসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।