লক্ষ্মীপুরে বসুন্ধরার ডিলার গোপালকৃষ্ণ বণিকের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ও অনুমোদনহীন খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা শহরের দক্ষিণ তেহমুনী মনসা বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও সহকারী কমিশনার (ভূমি) অভিদাস।
অভিযানে দেখা যায়, গোডাউনে লেভেলে মিথ্যা তথ্য সম্বলিত ও অনুমোদনহীন খাদ্যপণ্য মজুদ করা হয়েছে। এছাড়া নকল সিল ও তেল রাখার অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী মেসার্স গোপালকৃষ্ণ বণিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিপুল পরিমাণ নকল পণ্যই পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে নিরাপদ খাদ্য কর্মকর্তা সন্দেহজনক কয়েক কার্টন ‘মধুমতি তেল’ জব্দ করেন এবং চারটি বোতল পরীক্ষার জন্য অফিসে নেওয়ার নির্দেশ দেন। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে এসব তেল বাজারজাত করা যাবে বলে তিনি জানান। এসময় ব্যবসায়ী গোপালকৃষ্ণ বণিককে সমাধানের জন্য নিরাপদ খাদ্য কার্যালয়ে হাজির হতে বলা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পর পুনরায় সমাধানের জন্য অফিসে যেতে বলা বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন স্থানীয়রা।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


















