দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে গণশুনানি করেছে।
আজ সোমবার (২৫ আগস্ট) জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের দেড় শতাধিক অভিযোগের শুনানি করেন।
শুনানিতে শহরের খাল দখল, বহুতল ভবন ও বাজার উচ্ছেদের অভিযোগের পাশাপাশি সাবেক মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান ও সরকারি দপ্তরের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। বিদ্যুৎ বিভাগ, বন বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের বিষয়ও অভিযোগে উঠে আসে।
দুদক কর্মকর্তারা তাৎক্ষনিক সমাধানসহ বিভিন্ন অভিযোগ কেন্দ্রীয় কার্যালয়ে তদন্ত করার ঘোষণা দেন। কিছু অভিযোগ জেলা প্রশাসন ও দুদকের কর্মকর্তাদের তদন্তের জন্য হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অভিযোগের জবাব দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক, পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বন কর্মকর্তা, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও অভিযোগকারীরাও উপস্থিত ছিলেন।


















