নিজস্ব সংবাদদাতা :
সিরাজগঞ্জের এনায়েতপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ শিহাব আহমেদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় এনায়েতপুর হাটখোলা জামে মসজিদে এই আয়োজন করে ‘আপন আলো মানব কল্যাণ ফাউন্ডেশন’।
২০২৪ সালের ৪ আগস্ট এনায়েতপুরে পুলিশের গুলিতে নিহত হন শিহাব আহমেদ। তিনি ছিলেন আপন আলো মানব কল্যাণ ফাউন্ডেশনের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ শিহাবের ছোট দুই ভাই হাসান ও হোসাইন। এছাড়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাঈম সরকার, সহ-সভাপতি আব্দুল্লাহ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সৌরভ, দপ্তর সম্পাদক মামুন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াকুব মন্ডল, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, সদস্য মো. সোহেল রানা ও মো. হেলাল মাহফিলে অংশ নেন।
এছাড়াও বারুপুর যুব উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, সদস্য ওবায়দুল হোসেন ও আবুল বাশার এবং সিরাজগঞ্জ অনলাইন রক্তদান সংগঠনের মিজানুর রহমান সিফাত ও মাহিদুল হাসান দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ শিহাব আহমেদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তিনি ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। তার আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


















