নিজস্ব সংবাদদাতা :
কুমিল্লার মুরাদনগরে বিএনপির উপদেষ্টা আসিফ মাহমুদ ও দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন সমর্থক এবং কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
আজ বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষের সময় উপস্থিত সাংবাদিকদের কয়েকজনও হামলার শিকার হন বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।


















