শাহ আলম সরকার :
ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের অংশ হিসেবে টাঙ্গাইলে আয়োজন করা হয়েছে এক বিশেষ অভিভাবক সমাবেশ “জুলাইয়ের মায়েরা” শীর্ষক।
আগামী ২ আগস্ট ২০২৫, সকাল ১০ টা থেকে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
এ সমাবেশে মূলত শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মায়েরা এবং অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে জাতির গর্ব, ত্যাগ ও সাহসিকতার প্রতীক এই মায়েদের প্রতি সম্মান জানানো হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই অভিভাবক সমাবেশের মাধ্যমে শুধু ইতিহাসের পুনঃস্মরণ নয়, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলারও একটি প্রয়াস চালানো হচ্ছে। সমাবেশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠান সফল করতে টাঙ্গাইলের জুলাই যোদ্ধা পরিবার, সুশীল সমাজ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


















