নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘দেশ গড়তে জুলাই’ পদযাত্রা ও সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোরপূর্বক ক্লাস থেকে বের করে নেওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে পরিণত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “টাঙ্গাইলের ইতিহাসে ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক সভা-সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণের নজির নেই। অথচ গতকাল (২৯ জুলাই) শহরের নিরালা মোড়ে এনসিপির পথসভায় অংশ নিতে আমাদের ক্লাস থেকে জোরপূর্বক বের করে নেওয়া হয়। এমনকি বাধা দিতে গেলে শিক্ষকরাও লাঞ্ছনার শিকার হন।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বক্তারা এনসিপির প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।
মানববন্ধনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


















