বাংলা ভয়েস ডেস্ক :
“টাকা দিয়ে আমাকে কিনতে পারে—বাংলাদেশে কোনো মায়ের গর্ভে এমন সন্তানের জন্ম আজও হয়নি।” চাঁদাবাজদের উদ্দেশে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার।
গতকাল সোমবার (২৮ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি চাঁদাবাজদের উদ্দেশে কঠোর বার্তা দেন। সেখানে তিনি বলেন, “চাকরিজীবনে একটি অবৈধ পয়সা নিয়েছি—এমন প্রমাণ দিতে পারলে আমি চাকরি ছেড়ে কামলা দিয়ে জীবন চালাবো।”
শামীম আনোয়ার অভিযোগ করেন, নরসিংদীতে দুইজন প্রকাশ্য চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তারের ঘটনায় কিছু ‘চাঁদা-ভাই’ বিরক্ত হয়ে তাকে থামানোর চেষ্টা করছেন। তার ভাষায়, “লোভ-লালসা থেকে শুরু করে হুমকি-ধামকি—কোনোটাই বাদ দিচ্ছেন না তারা।”
‘মহান চান্দা-ভাইগণ’ সম্বোধন করে তিনি লিখেছেন, “ভাবছেন, পুলিশ অফিসাররা মুখে বড় বড় কথা বলেন, পরে বান্ডিল পেয়ে চুপ মেরে যান। কিন্তু আমি সেই দলের নই। আমার পুরো চাকরিজীবনে কেউ যদি প্রমাণ করতে পারেন, আমি অবৈধভাবে এক কাপ চাও খেয়েছি—তাও স্বীকার করে চলে যাবো।”
শামীম আনোয়ার দাবি করেন, তার নাম ভাঙিয়ে কেউ যদি কারও কাছ থেকে টাকা নেয়, তবে নিশ্চিত থাকতে হবে—তা প্রতারণা ছাড়া কিছু নয়। তিনি স্পষ্ট করে বলেন, “আবারও সতর্ক করছি, সংশোধন হয়ে যান। অন্যথায় আমি একজন নগন্য অফিসার হয়েও আপনাদের প্রতিপক্ষ হতে বাধ্য হবো।”
তিনি আরও লেখেন, “আমার চাকরি চলে গেলেও কোনো অনুশোচনা থাকবে না। রিজিকের মালিক আল্লাহ। মৃত্যুও তাঁর হাতে। এই বিশ্বাস নিয়েই আমি কাজ করি।”
পোস্টের শেষাংশে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, নরসিংদীর ডিকশনারি থেকে ‘চাঁদাবাজি’ শব্দটিই মুছে ফেলা হবে। অতীতে যা ছিল কল্পনা, এবার তা বাস্তবে রূপ পাবে—প্রাণের নরসিংদী থেকেই।”


















