মানাফি ইসলাম নাজমুল, বরগুনা সংবাদদাতা :
আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের কালীবাড়ি এলাকার একটি বাসায় দীর্ঘদিন ধরে গোপনে পতিতা ব্যবসা পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে আমতলী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আমতলী থানার চৌকস একটি টিম মহিলা কলেজের দক্ষিণ পাশে আছিয়া বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আনা মেয়েদের দিয়ে পরিচালিত পতিতাবৃত্তির প্রমাণ মেলে।
অভিযানকালে বাড়ির মালিক আছিয়া বেগম ও সহযোগী মোসা. লাকিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নারী পাচার ও পতিতা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আমতলী থানা।


















