মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
বুধবার (৯ জুলাই) রৌমারী থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মোতালেব হোসেন।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোতালেব হোসেনকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তিন রাজনৈতিক নেতা। অভিযুক্তরা হলেন—বিএনপির বন্দবেড় ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন।
মোতালেবের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করেন এবং একটি পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে অভিযুক্ত মনিবুর রহমান মামুন বলেন, “ঘাটটি আমার নামে ইজারা নেয়া। মোতালেব ও তার ভাই ট্রলার দিয়ে অবৈধভাবে বালু ব্যবসা করছেন। ঘাটের টোল আদায়ে গেলে তিনি আমাদের গালিগালাজ করেন।”
রৌমারী থানার ওসি বিকাশ চন্দ্র রায় অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।