মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ১৩টি বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৮ জন শিক্ষার্থী।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে বৃহস্পতিবার (১০ জুলাই) এ তথ্য জানানো হয়।
রতনপুর উচ্চ বিদ্যালয় (পীরগাছা, রংপুর), ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয় (পীরগঞ্জ, রংপুর), গরিদাহা উচ্চ বিদ্যালয় (সাঘাটা, গাইবান্ধা), বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা), শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় (ডিমলা, নীলফামারী), পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয় (কুড়িগ্রাম সদর), পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয় (নাগেশ্বরী, কুড়িগ্রাম), নাজার মামুদ উচ্চ বিদ্যালয় (ফুলবাড়ী, কুড়িগ্রাম), পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয় (লালমনিরহাট সদর), সাত কামার উচ্চ বিদ্যালয় (বীরগঞ্জ, দিনাজপুর), সানুয়া উচ্চ বিদ্যালয় (ঠাকুরগাঁও সদর), জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় (ঠাকুরগাঁও), ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয় (বোদা, পঞ্চগড়)। এসব প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে কেউ উত্তীর্ণ হতে পারেনি।
মোট পরীক্ষার্থী (দিনাজপুর বোর্ড): ১,৮২,৪১০ জন। পাস করেছেন: ১,২২,১৪৬ জন ফেল করেছেন: ৬০,০৮৮ জন। গড় পাসের হার: ৬৭.০৩% শতভাগ পাস করা বিদ্যালয়: ৪৮টি
গত বছর পাসের হার: ৭৮.৪৩%। জিপিএ-৫ পেয়েছিল (২০২৪): ১৮,১০৫ জন। এবার পেয়েছে (২০২৫): ১৫,০৬২ জন।
শিক্ষাবিদদের মতে, বছরের পর বছর ধরে শিক্ষার মানোন্নয়নে তেমন নজর না থাকায় এমন ফলাফল অস্বাভাবিক নয়। তারা বলেছেন, এসব প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট, অবকাঠামোগত দুর্বলতা ও শিক্ষার্থীদের অনুপস্থিতি নিয়মিত সমস্যা।