নিজস্ব সংবাদদাতা :
দেশের পরিবেশের ভারসাম্য টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সদর উপজেলার বাজিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের মাঝে এসব ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে এই কর্মসূচি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২০ ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি টাঙ্গাইলের সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য আব্দুল্লাহেল কাফি শাহেদ প্রমুখ।