মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ সংবাদদাতা :
গোপালগঞ্জ শহরের থিয়েটার রোড এলাকার নবম শ্রেণির ছাত্রী টুই কর্মকার (১৫) গত ২৩ জুন ২০২৫ থেকে নিখোঁজ রয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছে, সে সেদিন সকালে কোচিং-এ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ টুই কর্মকার গোপালগঞ্জ শহরস্থ যুগশিক্ষা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা তপব্রত কর্মকার তপু জানান, প্রতিদিনের মতো সেদিনও সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বাসা থেকে বের হয় তার মেয়ে। তবে দিন শেষে সে বাড়ি না ফেরায় সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি।
মেয়েটির বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল সামান্য লম্বাটে, মাথার চুল কালো এবং আনুমানিক ১৮ ইঞ্চি লম্বা। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও গায়ে কালো রঙের গেঞ্জি।
পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মেয়েটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ টুই কর্মকার সম্পর্কে কোনো তথ্য পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে: ০১৯৩৪৩১৮১৪১।