ইয়াহিয়া খান, ভ্রম্যমান সংবাদদাতা :
শ্রমজীবি মানুষের অধিকার, প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য এই স্লোগানকে বুকে ধারণ করে সিরাজগঞ্জের এনায়েতপুরে তাঁতশ্রমিক ভ্যান, রিক্সা ও দোকানের কর্মচারীর ট্রেড ইউনিয়ন সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল ৩ টার সময় ডাক্তার শেখ মোঃ আইয়ুব আলী সঞ্চলনায় ধুলিয়াবাড়ি হাজী কুদ্দুস জুনিয়র হাই স্কুলের একটি হল রুমে শ্রমিক কল্যাণ ফেরারেশনের আয়োজনে এ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যপক মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা মোঃ আবুল কালাম আজাদ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি জনাব অ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান
প্রধান আলোচক ছিলেন,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখার প্রধান উপদেষ্টা ডাক্তার মোঃ সেলিম রেজা।
এ সময় আরো বক্তব্য রাখেন, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখার সহকারী সেক্রেটারি ও তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়নেরর এনায়েতপুর চৌহালীর সহ-সভাপতি
তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া, কোষাধ্যক্ষ মোঃ ইছাহাক হোসেন রুবেল, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ সেলিম মন্ডল, রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ নুর আলম, ট্রেড ইউনিয়ন নেতা সবুজ আলী, শাহজালাল প্রমূখ।