ডালিম কুমার দাস টিটু, লক্ষ্মীপুর সংবাদদাতা :
লক্ষ্মীপুরে অত্যন্ত সুষ্ঠ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কালেক্টরেট কর্মচারী সমিতির নির্বাচন।
আজ শনিবার (৫ জুলাই) কালেক্টরেট কর্মচারীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মহসিন কবির ভূঁইয়া সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। উল্লেখ্য, মোট ভোট ছিল ৬৫ টি তার মধ্যে কাস্টিং ভোট ছিল ৬১টি। ৬১ ভোটের মধ্যে মহসিন কবির ভূঁইয়া ৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হলেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেলেন ১০ টি। ৭ ভোট নষ্ট হয়ে যায়।
নবনির্বাচিত সভাপতি মহসিন কবির বলেন, আমাকে আবারও এই কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি আমার সকল সহযোদ্ধাদের কাছে রিনি হয়ে গেলাম। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে বলেন, এই কমিটির মেয়াদ যখন শেষ হবে তখন আমি অবসরে যাবো। তাই শেষ বারের মত আমাকে কালেক্টরেট কর্মচারীরা সভাপতি হিসেবে মনোনীত করায় উনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আগামীর পথ চলায় তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।