বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় অবশেষে স্বজনদের কাছে ফিরেছেন ১২৮ জন বাংলাদেশি জেলে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে বাংলাদেশ থেকে মুক্তি পেয়েছেন ২৩ জন ভারতীয় জেলে।
কোস্ট গার্ড (ঢাকা) সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে দুই দেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে এই জেলেরা আটক হয়েছিলেন:
• বাংলাদেশে আটক ভারতীয়: গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর অবৈধ মৎস্য আহরণের সময় ২৩ জন ভারতীয় জেলে ও ২টি বোট আটক করে বাংলাদেশ নৌবাহিনী। তারা বাংলাদেশে ৩ মাস ৯ দিন কারাভোগ করেন।
• ভারতে আটক বাংলাদেশি: গত বছরের ১৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৫টি বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। তারা ভারতে প্রায় আড়াই মাস বন্দি ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় ও দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
• হস্তান্তর: গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে (IMBL) দুই দেশের কোস্ট গার্ডের উপস্থিতিতে জেলেদের বিনিময় ঘটে।
• প্রত্যাবর্তন: ভারত থেকে ছাড়া পাওয়া ১২৮ জন জেলেকে ৫টি বোটসহ আজ শুক্রবার বিকেলে মোংলা কোস্ট গার্ড দপ্তরে নিয়ে আসা হয়।
• আবেগঘন মুহূর্ত: দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের ফিরে পেয়ে মোংলা কোস্ট গার্ড কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
















