সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বা বেতন বৃদ্ধির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এই মুহূর্তে নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। আজ সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা জানান, পে-স্কেল নিয়ে বর্তমানে একটি বিভ্রান্তি কাজ করছে। তিনি পরিষ্কার করে বলেন:
• সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি পে কমিশন গঠন করা হয়েছিল।
• কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
• প্রতিবেদন জমা হওয়া মানেই সেটি বাস্তবায়ন নয়। সরকার এটি বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি।
সরকারের মেয়াদের বিষয়টি উল্লেখ করে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “অন্তর্বর্তী সরকার আর মাত্র ১৫ দিন আছে। এই অল্প সময়ের মধ্যে আমরা বড় কোনো পদক্ষেপ নিতে চাই না। প্রতিবেদনটি পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে মাত্র। এটি বাস্তবায়নের পর্যাপ্ত সময় এখন আমাদের হাতে নেই।”
বাস্তবায়ন না করলে কেন এই ঘোষণা বা উদ্যোগ নেওয়া হলো— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,”আমরা একটি নির্দিষ্ট মেয়াদের (লিমিটেড টাইম) সরকার। আমাদের লক্ষ্য হলো প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে রাখা যাতে পরবর্তী নির্বাচিত সরকার এসে সহজেই পদক্ষেপ নিতে পারে। আমরা কাজগুলো এগিয়ে রাখছি যাতে তারা উপকৃত হয়।”
নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন মূলত পরবর্তী সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বর্তমান সরকার শুধুমাত্র প্রাথমিক প্রক্রিয়া এবং পরীক্ষা-নিরীক্ষার কাজগুলো সম্পন্ন করে দিয়ে যাচ্ছে।

















