শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর পুনঃভর্তি ফি চ্যালেঞ্জ করে জনস্বার্থে মহামান্য হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশ আইন ও অধিকার এইডের নির্বাহী পরিচালক আলী আসগর ইমন
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর ‘পুনর্ভর্তির’ নামে ২ কোটি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার নামে এমন ‘ব্যবসা’ বন্ধে এবং চলতি বছরের পুনর্ভর্তি ফি আদায়ের চ্যালেঞ্জ জানিয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার ঘোষণা দিয়েছে মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড’।
সংগঠনটির নির্বাহী পরিচালক আলী আসগর ইমন তার ফেসবুক ওয়ালে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (২৫ জানুয়ারি ২০২৬) উচ্চ আদালতে এই রিট দায়ের করা হতে পারে।
বিবৃতিতে আলী আসগর ইমন বলেন:
“শিক্ষা আজ ব্যবসায় পরিণত হয়েছে। কেন একজন শিক্ষার্থীকে প্রতি বছর নতুন করে ভর্তি হতে হবে? পৃথিবীর আর কোথাও এমন নিয়ম আছে কি না আমার জানা নেই। শুধুমাত্র সন্তানকে লেখাপড়া করাতে গিয়ে আজ মধ্যবিত্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। এভাবে একটি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।”
তিনি আরও উল্লেখ করেন যে, প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তির নামে বিশাল অংকের অর্থ আদায় করা হচ্ছে যা সাধারণ মানুষের ওপর বড় ধরণের আর্থিক চাপ সৃষ্টি করছে। এই প্রক্রিয়াকে অযৌক্তিক দাবি করে তিনি এর স্থায়ী অবসান চান।
রিট করার বিষয়ে তিনি সকল অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
উল্লেখ্য, প্রতি বছর নতুন সেশনে স্কুলগুলোতে মোটা অংকের সেশন ফি ও ভর্তি ফি আদায় নিয়ে সাধারণ অভিভাবকদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে। আইন ও অধিকার এইড-এর এই পদক্ষেপ সেই ক্ষোভেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


















