বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগের দায়ের করা মামলার ভিত্তিতে সিয়ামকে গ্রেফতার দেখানো হয়েছে।
সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়াম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে তার নাম জড়ানোর পর সংগঠনটি তাকে বহিষ্কার করে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জানুয়ারি দুদক প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে। সেই মামলাগুলোর একটিতে আজ সিয়ামকে গ্রেফতার দেখানো হয়েছে।


















