আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাস্থল এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখা অসংখ্য মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন। চোখের জলে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান তারা।
লাখো মানুষের অংশগ্রহণে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। শোকাবহ পরিবেশে প্রয়াত হাদির আত্মার মাগফিরাত কামনা করেন উপস্থিত জনতা।


















