নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে তলব করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ভারতীয় হাইকমিশনকে ঘিরে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতেই হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত।
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও নির্বাচন বানচালের সঙ্গে জড়িতদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।
ভারতের উদ্দেশে তিনি আরও বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান করে না, তাদের সমর্থন অব্যাহত থাকলে বাংলাদেশেও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেওয়া হবে।
এদিকে ভারত এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করবে—এমনটাই তারা প্রত্যাশা করে।


















